যারা এসেছিল তারা চলে গেছে
যারা আছে তারা চলে যাবে
আজ অথবা আগামিকাল।
যারা আসবে মহাকালের সড়কে হেটে হেটে
তারাও চলে যাবে
মানুষের ইতিহাসে রয়ে যাবে কিছু কান্না
বেঁচে থাকবে কেবল কিছু দীর্ঘশ্বাস।
জীবনের ঘাটে ঘাটে কিছু বেদনার চিহ্ন
কিছু কিছু সুখের স্মৃতি
উকি দিয়ে চলে যাবে দুরবর্তি কোন দেশে।
কিছু মানুষ বিদায় নিয়ে চলে যাবে
না ফেরার স্বপ্ন   রাজ্যে।
অতপর , প্রিয়জনের কাছে  তারা ইতিহাস হবে
অথবা, পরিবারের কাছে, সমাজের কাছে
নয়তো রাষ্ট্র কিংবা পৃথিবীর কাছে।
যে চলে যাবে
সে আর ফিরে আসবে না কোনদিন।
তার অব্যক্ত বেদনার কথাগুলো
শুনবে না আর কেউ কোনদিন।
ক।৫০/২৩