এ কোন অচেনা পৃথিবী
অচেনা সমাজ, রাষ্ট্র,
থমকে যাওয়া মানুষের কোলাহল।
পৃথিবীর শ্রেষ্ঠ প্রজাতি আজ পরাজয়ের দ্বারপ্রান্তে
অদৃশ্য এক দুর্দান্ত প্রজাতির মুখোমুখি আজ।
আকষ্মিক অপসৃষ্টির আক্রমনে সভ্যতা বিপর্যস্ত।
সভ্যতার অচল মুর্তি, মুখ থুবড়ে পরে থাকা
প্রগতির গতি।
শত সহস্র বছরের বিজ্ঞান, অতি আধুনিক প্রযুক্তির অহমিকা
এক কোষি, অদৃশ্য ভাইরাসের কবলে ঘটনার আকষ্মিকতায়
থেমে গেছে আজ।
তবে কি মানুষের সভ্যতা থমকে দাড়াবে
অদৃশ্য, অপসৃষ্টির আক্রমনে ধরাশায়ী হবে।
হে ইশ্বর আমাদের রক্ষা করো
তোমার শ্রেষ্ঠ প্রজাতি যদি হেরে যায়
ক্ষুদ্র অনুজীবের কাছে।
তবে কি তুমি তুষ্ট হবে?
হে আমাদের মালিক
আমাদের দোষ ত্রুটি  ক্ষমা করো।
আবার ফিরিয়ে দাও মানব প্রজাতির অগ্রগতি
সভ্যতার গতি।
৫২/৩৯/