গীতি কবিতা


কোথায় যে বয়ে চলো তীরভাঙা নদী
জল নাই কানাকড়ি তবু জলধি।
কোথা হতে এলে নদী ভুলে গেছো আজ
কোথায় মিলবে শেষে স্বরূপে প্রকাশ।
জীবন মরন ছুঁয়ে চলছো অবধি
বিরতিবিহীণ স্রোতে চলো নিরবধি।
জীবন চলার পথে একি কলতান!
চোখের জলের স্রোতে জনমের গান।
জলভরা দু'নয়নে গেয়ে যাই গীতি
কখন যে থেমে যায় ভব রীতি নীতি।
কালের আতুর হতে এলে যাযাবর
জীবন সঙ্গি তোর স্বপ্ন সাগর।
এই স্রোত, এই ঢেউ থেমে যায় যদি
তবে কি শুকনো চরে হারাবে ও নদী।
নিয়তি অমোঘ ঝড়, প্রখর প্লাবণ
যদি এসে তীর ভাঙে কি হবে তখন!



গীতি কবিতা
১/৩৪