এতোটুকু নেই যেন আশা
নেই কোন প্রেম ভালবাসা
এই পারে নেই আজি কেউ
দুইকুলে বেদনার ঠেউ।
দুই চোখে এণো বরষা
কোথা নেই কিছু ভরসা।
ধুসর শ্যামল প্রান্তরে
কেউ বুঝি ছিল অন্তরে
ভাব আছে নেই শুধু ভাষা
ঢেকে আছে অন্ধ তমসা।
হৃদয় মোহনা তীরে এসে
কাল স্রোতে সব গেছে ভেসে
কবির কলমে নেই ভাষা
অকুল সাগরে শুধু ভাসা।
থেমে গেছে কুহু কলতান
ভালমন্দ নেই ব্যবধান।
তবুও বাঁচতে হবে ভাই
তবুও হাসতে আমি চাই
তবুও স্বপ্ন দেখে যাবো
মুঠো মুঠো আলোক বিলাবো।
অন্ধঝড়ের রাতে এসে
পিদিম জ্বালাবো হেসে হেসে।
স।১/২৯