আমি এই পাহাড়ের পথে পথে ঘুরে বেড়াবো
সমস্ত দিন ধরে।
পাহাড়ী মানবেরা অবাক হয়ে দেখবে আমাকে।
তারা কানে কানে ফিসফিসিয়ে কিছু বলবে
আমি বলব,” আমি এই পাহাড়ের অভিযাত্রী”।
দিন ফুরোলে ফিরে যাবো ঘরে।
না যাবো না।
হয়তো পথ হারিয়ে ফেলবো
তখন একজন পাহাড়ি রমনী অবাক হয়ে দেখবে।
অথবা কোন এক নারী আমাকে খুজে বেড়াবে দিনভর
তারপর পাহাড়ের বাকে
কোন এক নির্জনে দেখা হবে তার সাথে।
সে আমাকে বলবে
, “সারাটা দিন কোথায় ছিলে কবি”?
আমি বলব, তোমাকে খুঁজে পাওয়ার জন্য
পাহাড় থেকে পাহাড়ে  ঘুরে  বেড়ালাম।
তারপর এই নির্জন পাহাড়ের ভাঁজে
তোমাকে খুঁজে পেলাম।“
৫১/৩৭