তুমি হাসলেই হেসে ওঠে এই মন
তুমি কাঁদলেই দু'চোখে জলপ্লাবণ।
তুমি তাকালেই কবিতার আয়োজন
আকাশ,বাতাসে ভাবের অনুরনণ।


তুমি চললেই পথের মাধুরি জোটে
তুমি বললেই কোকিলারা গেয়ে ওঠে।
তুমি ধরলেই করপল্লব তটে
শিরার নদীতে জীবনের তরি ছোটে।


তুমি চাইলেই ময়ুরী পেখম তোলে
তুমি গাইলেই ভাবুক ভাবনা ভোলে।
তুমি সাঁজলেই রঙ লাগে ফুলে, ফলে
মেঘের সজ্জা তোমার চোখের কোলে।


তুমি জাগলেই জেগে ওঠে এ হৃদয়
তুমি রাগলেই বৈশাখী ঝড় হয়।
তুমি বাঁচলেই স্বপ্নেরা বেঁচে রয়
তুমি চলে গেলে জীবনের পরাজয়।


৪৮/২৬