তুমি ছাড়া আর কোন কর্তা নাই
যে আমাকে নির্দেশনা দিতে পারে
তুমি ছাড়া আর কোন মালিক নাই
যে আমার উপর প্রভূত্ব করতে পারে।
তুমি ছাড়া আর কোন উপাস্য নাই
যার কাছে মাথা নত করা যেতে পারে
তুমি ছাড়া আর কোন বন্ধু নাই
যাকে প্রয়োজনে কাছে পেতে পারি।
তুমি ছাড়া আর কোন বিচারপতি নাই
যার কাছে অতিসূক্ষ সুবিচার পেতে পারি।
তুমি ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নাই
যার কাছে নতুন সৃষ্টির আশা করতে পারি।
তুমি ছাড়া আর কোন অভিভাবক নাই
যার কাছে পূর্নাঙ্গ সুরক্ষা পেতে পারি।
তুমি ছাড়া আর কেউ প্রশংসার দাবিদার নাই
যার কৃতিত্বের জন্য তাকে প্রসংশা করতে পারি।
তুমি ছাড়া কোন জীবনদানকারি নাই
যার কাছে নতুন জীবন পেতে পারি।
তুমি ছাড়া আর কোন রিজিকদাতা নাই
যার কাছে অন্নভিক্ষা চাইতে পারি
তুমি ছাড়া আর কোন শান্তিদাতা নাই
যার কাছে শান্তি ভিক্ষা চাইতে পারি।
তোমার বহুমাত্রিক শক্তির অসীম উৎস থেকে
কণামাত্র দিয়েছো সৃষ্টির কল্যাণে
সাময়িক জীবনের জন্যে
সৃষ্টিজগৎ রয়েছে তাই তোমারই ধ্যানে
তুমি থাকলে সকলই পূর্ণ
তুমি না থাকলে সব শূণ্য।
৪৮/১২