মনের দর্পনে তাকিয়ে থাকি যখন
একটি স্পষ্ট প্রতিবিম্ব তোমার
একটানা তাকিয়ে আছো তুমি
ঠিক আমারই দিকে।
অথচ তোমার দিকের তাকালেই
মুখ ফিরিয়ে নাও
তুমি চেয়ে থাকো অন্যদিকে,
উদাস ভঙ্গিতে।
কখনো কখনো
গভীর স্বপ্নমগ্ন রাতে
প্রেমের সংলাপে, আবিষ্ট চোখের মোহণীয় ইঙ্গিতে
আমাকে করে তোল উন্মত্ত হরিণের মতো।
অথচ স্বপ্নের সীমারেখা অতিক্রম করলেই
তুমি হয়ে যাও অপরিচিত একজন।
কতই নিষ্ঠুর উপেক্ষা তোমার।
হৃদয়ের শিশুপ্রেমবৃক্ষের অপরিনমিত শিকড়
মৃত্তিকা মায়ার এতটুকু স্নেহের নির্যাসের কাঙাল
স্বপ্নবিহীন স্বপ্নের গভীরে শুধুই
বোবাকান্নার প্রকাশ।
৪৯/১৭