(গীতি কবিতা)


যারে   যারে যা উড়ে যা
যারে   যারে যা দূরে যা-২
এই খাঁচা ভেঙে যদি যায়,
উড়ে যা ঐ নীলিমায়
যারে  যারে যা উড়ে যা
যারে  যারে যা দূরে যা২
এ স্বপন যদি ভেঙে যায়,
এ চোখের আলো নিভে যায়
অকুলে হারাই যদি
তরি যদি কূল নাহি পায়
এই ঝড়ে যদি ভাঙে কূল,
এ জীবনে হয়ে গেলে ভূল
যারে যারে যা উড়ে যা
যারে যারে যা দূরে যা-২


(গীতি কবিতা)
স।১/১৫