ছুটির দিনে আলসেমিতে যাচ্ছে সময় অবহেলায়
কাজটা খুঁজে পাচ্ছি না যে কাটছে সময় হেলায় ফেলায়
একটু ভেবে গুটি পায়ে যাচ্ছি হেটে বটের তলায়
শিকড় 'পরে বসছি তখন ভাবের "ভ"টা মাথার তলায়।
ভাবছি বসে কি আর করি লিখব এখন দু'চার কলম
লিখব কি যে বুঝছি না যে সাধটা বেশি সাধ্য যে কম।
যাচ্ছি খুঁজে দু'চোখ বুঁজে ভাবটা যদি আসে মাথায়
কালক্ষেপণ আর না করে লিখব সেটা পান্ডু খাতায়।
ভাবের মেয়ে আসবে বুঝি লিখব প্রিয় সেই কবিতা
ভাবনা মেয়ের আঁকব যে রূপ আমি কি আর সেই কবিটা!
দু'চোখ বুঁজে ভাবছি কেবল ভাবের মেয়ে আসবে বুঝি
কি অপরূপ রূপটা যে তার চুপটি করে যাচ্ছি খুঁজি।
স্বপ্নমেয়ের কল্প সে রূপ লিখব এখন ভাবটা ভালো
এই কবিতা হয়তো এবার অন্ধ মনে জ্বালবে আলো।
কোথ্থেকে এক দুষ্ট মেয়ে হঠাৎ আমার চোখ বাঁধালো।
কোমল মেয়ের নরম দু'হাত কেন আমার চোখ ধাঁধাঁলো।
এই মেয়েটির দুষ্টোমিটা কল্পলোকের ভাব ছাড়ালো
কলম,খাতা পড়ল খসে অসীম সীমায় ভাব হারালো।
দুষ্টু মেয়ের রূপের আলো চার দিকেতে ঝলমলালো
ভাবের দেশের ভাবনা মেয়ে এ কোন দোলায় দোল দোলালো।
পিছন ফিরে দেখব তখন কোন সে মেয়ে কি তার স্বরূপ
রূপটা খুঁজে পাই না যে তার তবুও সে রূপে অরূপ।
ভাবনা মেয়ের দুষ্টোমিতে পন্ড হলো এই কবিতা
দু'এক চরণ যাই লিখেছি বৃথাই হলো আজ সবই তা।


     (ময়মনসিংহ যাত্রায় চলন্ত বাসে, সময় :১১ টা
তারিখ : ১৩/০৬/১৭)