এই সব নগরকেন্দ্রিক ব্যস্ততম জীবন
ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে দৌড়ে ছুটে চলা
যন্ত্রবাহনের অস্বস্তিকর দুষণযুক্ত
কার্বনমিশ্রিত কালচে ধোঁয়া,
সীসাযুক্ত বাতাস,
ডাস্টবিনের নাড়িউল্টানো দুর্গন্ধ।
জীবনের সাথে প্রকৃতির রাসয়নিক বন্ধন।
কানের পর্দা ফাঁটানো কর্কশ, বেসুরো শব্দের
দুর্বিনীত আত্বপ্রচার
হাইড্রোলিক হর্ণ এর বিকট গর্জন।
রাজপথের বুক কাঁপিয়ে চলে যাওয়া ভয়ানক গতির
দানবীয় ভারি যানবাহন
এই সব কিছু ভাল লাগে না আমার।
ইট পাথরের তৈরি  আকাশ মিতালির বাড়িঘর
খুধার্ত বাঘের সামনে
খসগোশের অসহায় মুখ ভেসে ওঠে
হিংস্রবাঘের নখরযুক্ত থাবায়
কখন যে নিরীহবাহনগুলো হারিয়ে যায়।
ক্ষুদ্র বাহনগুলো যেন
বাঘের সামনে একটা খরগোশ।
এই সব অসহায় জীবন, বেসুরো শব্দ,
অপসঙ্গিতের প্রচার
ভালো লাগে না আমার।
৪৬/৩৩