তোমাকে আমি ভালবাসী
তাতে সন্দেহের নেই কোন অবকাশ
তার অর্থ কিন্তু এই নয়
তোমার কালোটাকে আমি সাদা বলব
সাদাটাকে  বলবো কালো।
তোমার সত্বার মিথ্যাটাকে সত্য বলবো
আর সত্যটাকে বলবো মিথ্যা।
আমার প্রার্থনা এই হোক
আমি যেন আমাকে প্রতারিত না করি
প্রবঞ্চিত না করি।
আমি যেন ছোটকে একটুও বড় না বলি
বড়টাকে একটুও ছোট না বলি।।
আমি যেন আমাকে অপরাধি না করি
আমি যেন আমাকে মিথ্থুক না করি।
যদি আমি তা করি তবে আমি হবো প্রবঞ্চক
অশিক্ষিত,  ভন্ড প্রেমিক।
তাতে যদি তোমার অভিমান হয়
আমার কিছুই করার নেই।
যদি আমাকে পরিত্যাগ করো তবে
বুঝব আমার ভালবাসা পাবার
যোগ্যতা নেই তোমার।
আর আমার ভালবাসা যেন সত্য হয়।
সে যেন আমাকে  অন্ধ না করে।
৫২.৩০.