আমি কার কাছে রাখবো এই ভেঙ্গে যাওয়া হৃদয়
ভার আক্রান্ত বুক
টুকরো হয়ে যাওয়া রক্তাভ মনন
কোথায় রাখবো এই বক্ষবিদীর্ণকারী ওজন।
কে নেবে এই অশুদ্ধ অনল অনিলের হা হুতাস।
কে নেবে এই বুভুক্ষু নেত্রের অনির্ভরতা,বিক্ষিপ্ততা।
জানি,
কেউ নেবে না কোনদিন।
যেখানে ভেঙ্গে গেছে এই অশান্ত পৃথিবীতে
অসংখ্য মানুষের সুসজ্জিত রঙধনু হৃদয়
দানবীয় যুদ্ধের বিষাক্ত নখরযন্ত্রনায়।
যেখানে ভেঙ্গে গেছে খুব সহজেই
এই দগ্ধ পৃথিবীর অনুর্বর জমিনে
অজস্র মানুষের প্রেমনির্মিত পবিত্র সপ্তরঙ্গা সংসার
যেখানে থেমে গেছে স্বপ্নিল জীবনের চঞ্চলতা প্রতিদিনের।
যেখানে এই পৃথিবীর বিস্তীর্ণ পাথারের স্বর্গীয় ফসল
ক্ষেপনাস্ত্রের নিষ্ঠুর আঘাতে
বিষাক্ত মাটিতে বিলীণ হয়ে গেল সব
সেখানে এই একক সংক্ষিপ্ত হৃদয়ের নিভৃত আহাজারি
কারো কোন আলোচনার বিষয়বস্তু হতে পারে?
সেখানে এই মুমূর্ষু হৃদয়ের সাধারন বক্তব্য
শ্রবণযোগ্য  কিছু হতে পারে?
জানি এই সব কথা শুনবেনা কেউ কোন দিন
যেখানে এই হিংসীত ধরিত্রীর আধিপত্যবাদের সহিংস থাবায়
আমাদের এই সব লোকায়ত সমাজের চিরায়ত সংসারি মানুষগুলো
দিশাহীন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটে বেড়ায়
সেখানে এই টুকরো হয়ে যাওয়া হৃদয়ের অসুস্থ চিন্তা
সভ্য সমাজের আলোচনার প্রতিপাদ্য হতে পারে?
কোন অনাগত মহাকালে
হয়তো পারে
অথবা
হবে না কোনদিন।
৪৬/৩৫