ভিখা‌রির স্বপ্ন


ভিখারি যাচ্ছে পথে একা শুধু একা
মাটিতে পড়ছে তার খরাক্রান্ত ধুলিময়
যুগল পায়ের কিছু রেখা।
রোগক্লিষ্ট ক্লান্ত দেহ খানি
বর্ণহীন মলিন ছিন্ন এক আবরন
দেহের লজ্বা দিল টানি।
বয়স আসলে তার খুব বেশি নয়
চালশে বা তারও চেয়ে কিছু বেশি হয়তো বা হয়।
এরই মধ্যে বার্ধক্যের সাথে তার হয়ে গেল ভিষণ খাতির
চোখ জুড়ে, মুখ জুড়ে ছায়া নামে শুধুই রাত্রির।
দুই বেলা দুই মুঠো ভাতের সন্ধানে
সারাবেলা ঘোরা ফেরা শুধু,
মুখজুড়ে বেদনার চিহ্ন টেনে আনে।
মরুময় বুক জুড়ে নাই তার একবিন্দু আশা
আলোহীন, স্বপ্নহীন, ভাষাহীন এ জিবনে শুধুমাত্র বাঁচা।
চলতে পথের বাঁকে বাঁকে
ক্লান্ত শরীর তার নিদ্রায় অবশ হয়ে আসে।
ভিখারি ঘুমায়ে পরে চারপাশে পথিকেরা করে কোলাহল
ভিখারির দুই চোখে স্বপ্ন আসে দিনের আলোয়
স্বপ্ন নয় এ যে এক সত্য অটল।
ভিখারি দেখছে যেন প্রাণের স্বজন
শশ্রুময় আলোকিত এক মহাজন।
পরম স্নেহের চোখে দেখছে সে তার মুখ পানে
মাথায় রাখছে হাত, কোমল পরশটুকু আনে।
বলল, দাড়াও তুমি শক্ত দুই পায়ের ওপর
খোদার শ্রেষ্ঠ জীব, "নও তুমি শুধুমাত্র মূল্যহীন জড়"।
তোমরাও হতে পারো মানুষের পৃথিবীতে মানুষ সমান।
ভিক্ষাবৃত্তি আর নয়, করুণায় বাঁচা নয় চাই সম্মান"।


( ভিক্ষুক নির্মুল অভিযানের স্বপ্নদ্রষ্টা শ্রদ্ধেয় সিদ্দিকুর রহমান স্যারের স্মরনে)
৭/১......১৫