(গীতি কবিতা)


একা বসে ভাবো কিরে ওরে ভোলা মন
অকারনে দেখো কেন সুখেরই স্বপন-২
ওরে ভোলা মন
বালুচরে বাঁধো কেন মিছে মায়ার ঘর
মিছে মায়ার ঘর
কালের ঝরে পরবে খসে সবই হবে পর
সবই হবে পর।
ঘর সাজাতেই বেলা গেল অবুঝ পাগল মন
ওরে ভোলা মন।
একা বসে ভাবো কিরে ওরে ভোলা মন
অকারনে দেখো কেন সুখেরই স্বপন-২
সুখের আশায় দিন হলো শেষ
সন্ধ্যা এলো আজ
কাহার মায়ার বুকের ভিতর
বানাও মহলতাজ
বুকের ভিতর কান পেতে ঐ শোনরে আবার
শোনরে আবার
স্বজন তোমার বসে আছে খবর জানো তার
খবর জানো তার
একটু ভেবে বল রে মন কে তোমার আপন
ওরে ভোলা মন।
একা বসে ভাবো কিরে ওরে ভোলা মন
অকারনে দেখো কেন সুখেরই স্বপন-২
(গীতি কবিতা)
স।২/১৬