তোমায় বুঝতে গিয়ে মাথাটা ঘুরছে যেন ভিষণ রকম
ভাবনার আজগুবি হাজার সূতোয় লাগে জট
রাস্তার মাঝখানে পরে থাকি অকারনে বাঁধা
দুই চোখে যাই দেখি লেগে যায় ধাঁধাঁ
"এখনও আমার তুমি," এই সব কথা আজ বড় উদ্ভট।
তোমায় জানতে গিয়ে জানলাম জানাগুলো হয়েছিল ভূল
তোমার ও ডানাটায় ভর দিয়ে উড়তেই
শূণ্যের মাঝখানে শূণ্য গতির মতো হয়ে থাকি ভূল।
তুমি আজ আর আমার কোন কিছু নও
ভূল হবে বড় বেশি যদি
আপন জনের মতো দু'হাত বাড়াও।
জানি আমি কোনদিন তুমি আর ফিরে আসবে না
আপনজনের মতো ভূল করে আর শাসবে না।
হয়তো বা তুমি আছো অন্য কারোও কোন কালো কারাগারে
সুখের নকল সব মাটির পুতুলগুলোর মতো
অভিনয় করে যাও নকল হাসির ফুল বিলাও তাহারে।
তোমায় দেখতে গিয়ে দেখলাম আরশিতে একখানা রঙ্গিণ পুতুল  
দেখলাম,জানলাম,বুঝলাম আজ আবার স্মৃতির পাতায়
ভূল করে হয়ে গেছে বড় বেশি ভূল।


২৮/...