আমি জানিয়াও তোমায় জানিনি  (প্রভূ)
দেখিয়াও তোমায় দেখিনী।


তুঁমি আধারের পারে জ্যোতির অতীতে
দ্বিভূজ মোহন মুরতি।
আমি জানিয়াও তোমায় জানিনি।।


আকার যদিবা নাহি তব।
প্রতীতি নাহি জগতে কেহ।।


প্রতীতি লাগিয়া প্রমাণ রাখিয়া
নহেত তুমি জামিনী।
আমি জানিয়াও তোমায় জানিনি।।


যে বলে তোমারে নাহি-বা আকারে
অঙ্গ হানি করে যে-বা যিনি।
আমি জানিয়াও তোমায় জানিনি।।


কেন বা এই ছল চাতুরী।
জীবে জীবেরে করি হানাহানি।।


নিজেরে নিজে প্রতিষ্ঠাকামী।
আমি জানিয়াও তোমায় জানিনি।।


তোমারে পুঁজিয়া তোমারে ভুলিয়া
তোমারই ছায়ায় রহি।
নাচিয়া চেছিয়া নিয়ম লঙ্ঘিয়া
তোমাতে বাহাদুরী।।
আমি জানিয়াও তোমায় জানিনি।