বিন্দু মাঝে সিন্ধু, নাচে মহিয়ান।
শক্তিধারী সীমা নাহি নাচয় ভূবন।।


কে-বা আমি কোথা আসি কার ইঙ্গিতে।
হাসি কান্না কেন করি একা নিভৃতে।।


ধন জন দারা লয়ে কি অহংকার।
রাগ দ্বেষ নিন্দাদি মনের বিকার।।


শিশু যৌবন বার্ধক্য জরা দুর্নিবার।
দেহ মন কাম ক্রোধ এসব কাহার।।


থাকিতে চেতন আত্মা কর সাধন।
ধর্ম অর্থ কাম মোক্ষ জীবের তাড়ন।।


প্রেম স্থাপন কর- ছাড় ভেদাভেদ।
নিছক লোকের চিন্তা করে বিভেদ।।


রাজা প্রজা নহে যে নিছক অভিমানী।
দয়া অভেধ প্রেম, শান্তি দেবে আনি।।


কবিতাটি ১৪ টি অক্ষর দ্বারা প্রতিটি লাইন নির্মিত এবং ১৪ টি লাইনে মুল ভাব প্রকাশ।