আবদার
----কনিকা সরকার


অতর্কিত কোন দিন হঠাৎ যদি
তোমার কাছে গিয়ে আবদারে বলি
‘আজ ব্যস্ততা থাকুক পড়ে’
আর হবে না কোন কাজ-
সে দিন ব্যস্ততাকে
দিও তুমি একটুখানি ছুটি-
উদাস প্রাণে তোমার হাতে হাতটি রেখে
কোন গোধূলী ক্ষণে
নদীর উষ্ণ বালুময় তট ধরে
চলে যাবো হয়তো কোন অজানা ঠিকানায়।
তুমি কি যাবে আমার সাথে?
ধরবে কি আমার হাত?


যদি পুষ্প মালা হাতে নিয়ে বলি
দাওনা জড়ায়ে অলক গুচ্ছে আমার
কর্ম খানি রেখে
“তুমি বিরক্ত হবে কি?


শেষ বিকেলের
রক্তিম অরুণ প্রভার হাতছানি পেয়ে
মন তোমার শাসন ভেঙে
যদি বায়না ধরে বলে
দুজন মিলে ফুচকা খাবো
কোন পথের ছায়ায় নিরালা বাঁকে।


তুমি কি রাজি হবে?
দেবে কি একটু সময় আমায়
ওই ব্যস্তার অজুহাত ছেড়ে?


কখনও যদি জোসনা ঘেরা
শশীর হাতছানিতে
মন ছুটে আসে বাহির পানে
তুমি সঙ্গে আসবে কি?
ঘুমের আলসে আলয় ছেড়ে?
জোসনা অবলোকনে-
বসবে কি আমার পাশে একটু ক্ষণ?


কোন বরষায় যদি
মন চলে যেতে চায়
ওই বৃষ্টি স্নানে
তুমি একটু ভিজো আমার সাথে
শুন বৃষ্টির টাপুর টুপর গান-
করো না তখন বারণ
জ্বর আসার বাহানায়-


রচনাকাল-১৬/০৫/২০১৯