এক গুচ্ছ কদম
.....কনিকা সরকার


আষাঢ় অম্বর ছেয়েছে কালো রংঙের জলদে
শীতল সমীরণ তুলেছে তার মৃদু ছন্দ
বৃক্ষের শাখে শাখে পাতায় পাতায়।
বর্ষার বরষণ ভিজায় বাহির,
ধূলোমাখা পথ-প্রান্তর,পথিক,
প্রকৃতি, কদম, কেয়া,
কৃষ্ণচূড়া....


বাতায়ন পাশে প্রতীক্ষিত দু’নয়ন
বৃষ্টির জল ছুঁয়ে যাওয়া
এক গুচ্ছ কদমের।


ধেয়ে আসে অভিলাষ প্রাণেতে প্রবল
যদি পাণিখানি ধরে, নিয়ে যায় সে
বরষার বরষণে বৃষ্টির ওই ছন্দে
যদি বলে “চল ভিজি বৃষ্টিতে
আজ ভীষণ করে।
উঠোন ঝুড়ে থাকা
ঝড়া পাতার
সাথে।


রচনাকাল-22/06/2021