একলা বেলা
---কনিকা সরকার


একাকিত্ব হারায় আজ
তোমার নামেতে,
আমার আমিকে পাইনা খুঁজে
আমার মাঝেতে।


একাকিত্বের ভীড়ে স্মরণে ভাসে
তোমার অবয়ব খানি,
মিথ্যে হয় আমার একলা বেলা
মিথ্যে একলা প্রহর গুণি।


শূন্যে মেলে নয়নপাতা
অকারণ নিষ্পলক চাহনি,
একলাবেলা যায়না পাওয়া
যেন ছায়ার মাঝে তোমায় খুজেঁ আনি।


পুষ্প কাননে গোধূলির রং
মনের কোনে শুধুই একলা থাকা বারণ,
মনের দেয়ালে ছায়া হয়ে
যেন আছে কারো আবরণ।


আরশি মাঝে একলা
শুধুই আমার আমি,
হিয়ার মাঝে হয়তো আছে
কারো তরে একটা আবাস ভূমি।


ব্যস্ততাকে ছুটি দিয়ে
নিস্তব্ধতায় একটু একলা থাকার বেলা
মনের সাথে ছায়া মনের
আনমনে করা যেন খেলা।


রচনাকাল-13/05/02019(৩০ বৈশাখ, ১৪২৬)