দেশে নাকি বয়ে যাচ্ছে
উন্নয়নের জোয়ার?
মাস্টার্স পাস করেও কেন
খুলে না আমার ভাগ্যের দুয়ার।


উন্নয়নে এই না পথে
আমার একটু জায়গা চাই,
যোগ্য একটা কর্ম পাওয়ার কি
আমার অধিকার নাই?


পড়াশোনা শেষ করে
হয়েছি যে বেকার,
পরিবার সমাজ বলে
কর্ম কর এবার।


পরিবারের দায়িত্ব
এখন একটু কাধে নাও,
যে করেই হোক এবার
একটা কর্ম পাও।


লক্ষ লক্ষ বেকারের
আসে মাত্র শত কয়েক সার্কুলার,
এ দিয়েই নাকি খুলবে
বেকারদের ভাগ্যের দার।


এদেশের কত মেধা
খাচ্ছে হতাশা নামক ঘুণে,
উন্নয়ন কি করে হয়
তারুণ্য শক্তি বিনে?


অভিশাপ থেকে বাঁচতে তাই
একটা কর্ম চাই,
তা দিয়ে ঘোচাতে হবে
নিজের কিছু দায়।


রচনাকাল-29/03/2018


(কবিতাটি সৃষ্টির অনুপ্রেরণায় বিশেষ ভাবে কৃতজ্ঞতা রইল
আমার ভালোবাসার আফামণি “মনিকা আক্তার” এর নিকট।)