আমি যে কালো,
মনের মাঝে তবুও ফুটে
সবার মতো শত শত আশার আলো।


আমি যে কালো,
সৃষ্টিকর্তা ভালোবেসে আমায়ও তো গড়লো,
তবে জগৎ জুড়ে কালো কেন এত অবহেলা পেলো?


আমি যে কালো,
নিশি সেও তো কালো
অপরূপ শশী তার মাঝেই পূর্ণতা যে পেলো
দিবসে তার মূল্যটুকু কেউ কি দিলো?
তবুও কটাক্ষ করে বলে সবাই আমি যে কালো।


মিষ্টি সুরে ভুবন মাতানো সেই তো কোকিল
সেও তো হলো কালো,
জগৎ যে তার মধুর কন্ঠে হৃদয় হারালো
তবুও কেউ কালোর মাঝে আলো খুঁজে নাহি পেল।


আমি যে কালো,
জগতের বিষাদ বাণ বর্ণ দোষে আমায় পেতে হলো
একই সষ্ট্রা সৃষ্টি করে তো আমাকেও পাঠালো,
তবুও যেন শুনতে হলো
আমি যে কালো।


রচনাকাল-07/12/2018