বৃষ্টি-বাদল কেন তুমি এসো হে
হয়ে এতো অতি
অসহায় মানুষগুলো হারাচ্ছে
তাদের বেঁচে থাকার গতি ।


দিন-রাত অবিরত
ঝড়ো যখন তুমি
কেড়ে নাও শেষ সম্বল
এক টুকরো ভূমি ।


দালান-কোঠা নেইকো তাদের
ছোট্ট কুঁড়ে ঘর
বৃষ্টি হয়ে ভিজিয়ে তাদের
করো মর মর।


অতি বর্ষণে তুমি
ডেকে আনো বান
তাদের তখন বাঁচতে হয়
পেয়ে অন্য কারো দান।


মাথায়ও পরে জল
পায়ের নিচেও জল
তাদের না থাকে দাঁড়াবার
একটুকরো স্থল।


অসহায় মানুষগুলোর আকুতি
কেউ না শুনতে চায়
ঈশ্বর তোমার দয়া
তারা নাহি একটু পায়।


১৮/০৮/২০১৭