বৈশাখের আয়োজন
-------কনিকা সরকার


নিঝুম দুপুর ক্লান্ত মন,
চোখের নীরবতায় আনে ঘুমের আমন্ত্রণ
তৃষ্ণার্ত প্রাণের কত শত চাওয়া,
দিবস অন্তে বৃষ্টির শেষে একটুকরো শীতল হাওয়া।


অশ্বত্থর শাখে বহে মৃদু পবন,
অচেনা সুরে উদাস হয় ক্লান্ত মন।
জারুল অশোকে ছেয়ে গেছে ধরা,
আকুল মন হলো তাতে আত্মহারা।


সোনালুর সোনা রঙে মন হয় যে উদাস,
কৃষ্ণচূড়া দিচ্ছে কিসের এত আভাস।
তার রঙেতে আগুন লাগে বৈশাখেরী বনে,
তৃপ্ত করে মনের ক্লান্তি, স্বপ্ন জাগায় প্রাণে।


চারপাশে বৈশাখের কত আয়োজন,
নানা রঙে রঙিন হওয়ার তাইতো বিভোর মন।
নীলাভো অম্বরে সাদা কালো মেঘের ঘনঘটা
বৃষ্টি শেষে চারদিকে কত শত আলোর ছটা।



রচনাকাল -14/05/2019