ছাদ
----কনিকা সরকার


প্রিয় আলয় যখন হয়েছে বন্দী কারাগারসম
এক টুকরো ‍মুক্ত আকাশ দেখার অভিলাসে
তখন ছুটতে চায় প্রায় যেন
গৃহছাদের ক্ষুদ্র সীমানার পানে।


যদিও তা আবদ্ধতায় রাখে প্রাণের বিচরণ
তবু্ও যেন প্রাণ খুঁজে তাতে উন্মুক্ততা
খুঁজে ক্ষনিক ক্ষণের তরে কিছুটা
আপন প্রাণের গহনে আপনাকে।  


সেথায় সমীরণের অবাদ আনাগোনা
পরশ তার তনুর তরে জাগায় শিহরণ
মনের মাঝে দেয় দোলা
যেন চির বসন্তের ছোঁয়া-
তখন উদাস হিয়া হারাতে চায় যেন
সকল সীমার সীমানা ছাড়িয়ে।


চার দেয়ালের শিকল ছিড়ে
ছাদের গণ্ডীবন্ধ মুক্তাঙ্গণে
দিবসের অস্তমিত উত্তাপহীন দিবাকরের
প্রভাটুকু্ও যেন প্রাণের মাঝে নিয়ে আসে
কোন এক আগামীর প্রাণ পনে বাঁচার স্বাদ।


সারা বেলা ছুঠে বেড়ানোর যবনিকা দিয়ে
গোধূলীর শান্ত ক্ষণে সকল কলকাকলি ছেড়ে
বিহঙ্গের আপন প্রাণে নীড়ে ফেরার অনুপম ক্ষণ
দুচোখ যেন হারায় অজানার স্বপ্নের কোন ভীড়ে।


কোলাহলীন শূন্য রাস্তার লেম্পপোস্টে আলো গুলোর
সারারাত ভর পাহারা দেওয়ার তরে হঠাৎ জ্বলে উঠা,
দু একটি গাড়ির হর্ণবিহীন নিশব্দে যেন চলে যাওয়া,
ছাদের প্রান্তে ফুলের টবে সদ্য দেওয়া জলের ফোটা,.
হৃদয় পাড়ায় বাড়ায় যেন এক অদৃশ্য মায়া-
শেষ বিকেলে প্রাণ যেন সদায় ছুটতে চায় তার পানে।


দূর থেকে দৃশ্যমান নিস্তব্দ বাড়ি গুলোর
জানলার কাচের দেয়াল ভেদ করে আলো
উকি দিয়ে জানিয়ে দেয় গোধূলীর শেষ প্রহর-
আবার হবে দিবসের শুরু-
সে অবধি নতুন তপনের তপস্যায় রইবে অবনী,
রইবে নতুন আলোর প্রত্যাশায় সকল প্রাণ--

রচনাকাল-16/05/2020