ছিন্ন মায়াজাল
----কনিকা সরকার


ছিন্ন মায়াজাল থাক ছিন্ন হয়ে পড়ে
নাইবা সৃজন হলো মায়া তাকে ঘিরে।
রূপকথার গল্প মতো থাক হয়ে দূরে,
বাহানা গড়ে আরতো আবার না ফিরে।
হৃদয় থাকনা পড়ে মায়া শূন্য হয়ে,
বাঁধন নাই বাঁধলো আর মায়া দিয়ে
সুতো কাটা ঘুড়ি ন্যায় হয়ে থাক মায়া,
শত কষ্টের মাঝেই ভুলবে তা কায়া।


মায়াজাল ছিন্নে যদি মন হয় ফিকে,
কষ্টের গহীন থেকে সুখ নেব একে।
মন ভুলানো মায়ায় জড়াবে না আর,
খুলে যাবে একদিন স্বপ্নে আঁকা দার।
মিছে মায়া থাক পড়ে অজানায় সরে
কোন ছলে আর যেন নাহি কাছে ভীড়ে।


(৬/৮=১৪)
রচনাকাল-২৪/১২/২০১৯