ডাক্তার বাবু
---কনিকা সরকার


ডাক্তার বাবু দেখছেন রোগি
এই করোনার কালে,
কয়েক ফুট দূরে বসে সুধায়
কি হয়েছে বল এবার খোলে।


জ্বর, ঠান্ডা আছে নাকি
আগে বলে দাও,
তা থাকলে তুমি এবার
বাড়ি ফিরে যাও।


কাতর রোগির কন্ঠ ক্ষীণ
কথা যায় না তেমন বুঝা
আস্তে করে বলে ডাক্তার বাবু
রোগে পাচ্ছি কেবল সাজা।


রোগের কথা এত শোনার
সময় কোথায় আর,
অনেক রোগি লাইন দিয়ে আছে
দরজাতে তার।


অনেক টেস্ট করতে হবে
বলে ডাক্তার বাবু,
রোগি তো এসব শোনে
হচ্ছে আরো কাবু।


চোখের দেখায় দেখে সে
প্রেসক্রিপশনটা লিখে,
নার্সকে বলে এবার অন্য রোগি
নিয়ে এসো ডেকে।


ভিজিট তার অংকে বড়
ডাকে সে যে নামি দামি,
তাই চিকিৎসা নিতে এসে
কারো কারো বেঁচতে হচ্ছে ভিটে জমি।


তবুও তারা যে আমাদের
বেঁচে থাকার দেয় আশা
মনে প্রাণে তাদের তরে
এটাই ভরসা।


রচনাকাল-০১/০৭/২০২০