দূর আকাশের তারা
---------কনিকা সরকার
চলে গেছ
চলে গেছ আকাশের শত, সহস্র,
লক্ষ, কোটি কোটি তারার কাছে।


দিয়ে গেছ করে
হৃদয় অসার, জীর্ণ, শীর্ণ, ব্যধিগ্রস্থ
আর পথহারা পথিক করে।


জ্বল জ্বল করে জ্বলা
স্বপ্নের রং মশাল নিভে গেল যেন
আচমকা দমকা হওয়ার স্রোত এসে।


দূর থেকেই ছিল যত দেখা
দূর থেকেই যাবও দেখে
দৃষ্টির তৃষ্ণা নিবারণে।


শুধু আলোটুকু নিয়ে জেগে থেকো
ওই নীলিমা ভরা
দূর আকাশটার বুকে।


অপলক দৃষ্টি সেই আলোয়
অন্বেষণ করে নিবে
একটুখানি প্রশান্তির ছোয়া।


জানি তা তেমনি হবে
যেমন গভীর অরণ্যে গোধূলি বেলায়
পথহারা পথিকের আলোর খোঁজ পাওয়া।


ব্যস্ত দিনের শেষ বেলাতে সন্ধ্যা যখন আসে
দিবসের কান্তি ভুলে যাই
তোমায় দেখতে পাবো বলে।


দূর আকাশে আঁখি মেলাই উঠোন কোণে বসে
শত কথার মালা গাঁথি
তোমায় বলবো বলে।


রচনা কাল-05/01/2018