ঘটনা দূর্ঘটনা
-----কনিকা সরকার


দূর্ঘটনা ঘটলে পড়ে
পেপার, টিভি আর মিডিয়াতে পড়ে যায় সারা,
আর তো কিছু যায় না শোনা
সেই ঘটনা ছাড়া।


সেই ঘটনা নিয়ে কত
গঠিত হয় যে কমিটি,
নানা জায়গায় কত হট্টগোল
আর ছোটাছুটি।


দূর্ঘটনা ঘটলে পড়েই বেরিয়ে আসে
কত রকম অনিয়ম আর দূর্নীতি,
এতেই তো বুঝা যায়
মানুষের প্রতি মানুষের কত আছে প্রীতি।


অনিয়ম চাপা পড়ে যায়
সময়ের ব্যবধানে,
কেউ তা আর করে নাতো
কষ্ট করে মনে।


টিভির পর্দার দেখা যায়
কত রকম টোকশো আর আলোচনা
মাঝে মাঝে সেই সুযোগে,
কেউ দেয় তা নিয়ে রাজনীতিতে হানা।


বড় বড় মানুষ জন
দেখতে আসে দূর্ঘটনার স্থল,
ভাগ্য কি পালটায় বলো
যারা হয়েছে দূর্ঘটনায় অচল?


বক্তৃতাতে ভাসায় তার
মিডিয়ার পাড়া,
দূরভাগাদের দূরভাগ্য
করে কেবল তাড়া।

দুদিন গেলেই যাই ভুলে
দূর্ঘটনা থেকে পাওয়া যত শিক্ষা,
আবার ঘটলে বলি শুধু
সৃষ্টিকর্তা এবার মতো করো মোদের রক্ষা।


রচনাকাল-31/03/2019