হেমন্তে অবনী
---কনিকা সরকার


কুয়াশায় স্নানটি সেরে
নিশি যখন ভোর
তপন আলোর ঝলক পেয়ে
অবনী পোহায় রোদ্দুর।


সিম ফুলের গন্ধ সে
গায়ে মেখেছে
হেমন্তের নতুন ধানে
উদর ভরেছে,


হিমেল হাওয়ার স্পর্শ পেয়ে
হলুদ রঙের চাদর গায়ে
একটুখানি উষ্ণতা
সে যে পেয়েছে।


খেজুর রসের মিষ্টি জলে
তৃষ্ণা মিটিয়ে
নানা রঙের ফুল ফুটানোর গান
যাচ্ছে শুনিয়ে।