ঝরা পাতা
---কনিকা সরকার


বিবর্ণ বিষণ্ন বিদায়ের বেলায়
আজ সে মলিন
পতিত ভূমির হৃদয়ে
পবনের আলতো ছোয়ায়।
ছেড়ে এসেছে তার আকড়ে থাকার স্থান
হয়েছে সে এখন ঝরা পাতা....


নূপুর ধ্বনির আওয়াজ তুলে
ঝরে ঝরা পাতা..
হৃদয়ে তার সুর উঠেছে শুধুই বিষণ্নতা।
বর্ণ তার বিবর্ণ আজ
ছেড়ে গেছে তার রূপ,
ছেড়েছে তার প্রাণের উচ্ছ্বাস
হয়েছে বিষণ্ণতায় বিলীন।


সময়ে সেই তো জাগিয়েছে বৃক্ষশাখে
নব প্রাণের আনন্দ,
নবপল্লবে সাজিয়েছিল শাখারাজি,
অপরূপরূপে তার ছড়িয়েছিল কত না শোভা,
কত না সৌন্দর্য,
কত না হৃদয় ছোয়া অনুভূতি।


ধূসর প্রাণে আজ হয়েছে একা
হয়তো মিশে যাবে মৃত্তিকায়
কোন সময় পরে,
সাঙ্গ হবে প্রাণের সকল আয়োজন
সকল কোলাহল।


রচনাকাল-১০/০২/২০২০