কোন এক শ্রাবণ
---কনিকা সরকার----


এসেছে শ্রাবণ,
বাহিরে বহিছে বরষণ
করো নাকো সেথায় যেতে বারণ,
প্রকৃতির এ যেন এক অপরূপ আয়োজন।


মন ভিজে জলে
বৃষ্টিস্নাত বিকেলে,
প্রাণ ওঠে হাওয়ায় দোলে
কদম হাতে তুমি এলে।


কৃষ্ণমেঘে অম্বর পড়ে যখন আবরণ
বিহঙ্গে লাগে কোলাহল ফেলে বিচরণ,
হাওয়ায় ভেসে উঠোন জুড়ে শুকনো পাতার আগমন।
তোমার তরে ছুটে আমার মন অকারণ।  


কেমনে বাঁধিবো প্রাণ দেখে এ ক্ষণ
হাতটা বাড়াই মনটা ভিজাই খুলে বাতায়ন,
মুগ্ধ হয় দেখে দু নয়ন
প্রকৃতি এনেছে যে শ্রাবণ।


রচনাকাল-03/08/2022