মৃত্যুর উৎসব
--কনিকা সরকার


বিশ্ব জুড়ে চলছে যেন মৃত্যুর উৎসব,
থেমে  যাচ্ছে যেন চারিদিকের কোলাহল সব।


কতটা অসহায় হয়েছে মানুষ আজ,
সর্বত্র চলছে করোনা ভাইরাসের রাজ।


লাশের মিছিল সদায় যেন চলেছে বেড়ে,
গ্রাস করছে যেন করোনা ধরাকে ধীরে ধীরে।


মৃত্যু যেন ঘুরছে দ্বারে দ্বারে,
সুযোগ পেলেই প্রাণটা নিবে কেড়ে।


স্হবির চারপাশ মৃত্যুর দাবানলে,
মৃত্যু যেন ধরণীকে খাবে এবার গিলে।


গন্ধ শুধু লাশের আসে কেবল ভেসে,
নির্বাক কান্না বাষ্প হচ্ছে বাতাসে মিশে।


রচনাকাল: 18/04/2020