নীরব শহর
--- কনিকা সরকার


তোমার আমার ব্যস্ত শহর
হারিয়ে গেছে নিস্তব্ধতার ভীড়ে,
জানা নেই চঞ্চলতার আবার
আসবে কবে ফিরে।


থেমে গেছে যেন নিত্যদিনের
সকল ব্যস্ততা,
চারদিকে চলছে যেন
মৌনতার সমতা।


বহে শব্দ শূন্য সমীরণ
নেই তো কোলাহল,
ব্যস্ত শহর স্থবির এখন
হয়েছে যেন নিরবতায় অতল।


রাস্তা গুলো শূন্য পড়ে
করে ভীষণ ফাঁকা,
এই শহরটা তাই যেন
খুব যে এখন একলা একা।


কাক ডাকা ভোরের শেষে
নেইতো ব্যস্ততার ছোটাছুটি,
এই শহরকে দিয়েছে
যেন ব্যস্ততা ছুটি।


রচনাকালঃ- ০৪/০৪/২০২০