প্রতিদিন সৃজন হয়ে চলেছে
নব নব কবিতারা,
সাজানো গোছানো ছন্দ, অলঙ্কার
আর শত কোটি শব্দের সমারোহে।


হাজারো স্বপ্ন হচ্ছে বুনা সেথায়,
নীরবে, নিভৃতে-
হাজারো পুলক উঠেছে ফুটে তার মাঝে
শব্দের মালা গেঁথে-
কত শত কষ্টরাও মিশে আছে
বর্ণের ভাজে ভাজে।


প্রতিনিয়ত এই নব সৃষ্টিতে হচ্ছে
নতুন দিগন্তের দ্বার উন্মোচনের
এক ক্ষুদ্র প্রয়াস-
যেথায় আধার ভেদ করে
এক ঝলক আলো ফোটানোর
এক তীক্ষ্ণ আহ্বান।


রচনাকাল-09/12/2021