নিস্তব্দতার বাড়ি         দিব যে দিন পাড়ি
              এসোনাতো নিতে খোঁজ,


           ভেবে দেখো নীরবতায়        তোমার রাজ্যে এ মন
                     অবহেলা কত সয়েছে রোজ রোজ।


         আরও একটি বার         খুব যে দেখার ইচ্ছায়
                   রেখেছিলে কত না প্রতীক্ষায়,


         নিষ্পলক থেকেছে আখিঁ        আসবেনা কোন দিন জানি              
                    তবুও রয়েছি কত না অপেক্ষায়।


    তোমার অভিধান জুড়ে         অবহেলা শব্দে
                      শুধুই থাকবো আমি,
      
   অবহেলার যন্ত্রণাটা কত যন্ত্রণার        সে দিন বুঝবে  
             যে দিন অন্য কারো অভিধানে অবহেলা শব্দ হবে তুমি।

রচনা কাল-০৬-১২-২০১৮ খ্রিঃ, ২২ অগ্রহায়ন, ১৪২৫।