পোশাকেই যত দোষ-
নারীর পোশাক নিয়ে সমাজ
করে কত সমালোচনা,
কেউ কি বলতে পারো
ছোট্ট শিশুগুলোর প্রতি শকুনেরা
কেন দেয় তবে হানা?


তাদের পোশাকে নেই তো
কোন অশ্লীলতার ছাপ,
তবু তারাও কেন পাচ্ছে না
নরপিশাচদের হাত থেকে মাপ।


বর্বরতা তাদের সাথে
হচ্ছে যত্রতত্র,
সমাজ তুমি চুপ কেন
আছে কি তোমার কোন স্বার্থ?


পোষাকের বাহানাতে দোষের বোঝা
চাপাও তোমরা নারীদের কাধে,
ছোট্ট শিশুগুলো কেন তবে
পড়ছে নরপিশাচদের ফাঁদে?


যে শিশুটির একটু খুশি
ছড়ায় স্বর্গ সুখের জ্যাতি,
শকুনের থাবায় তাদের
অকালেই নিবে জীবন বাতি।


21/04/2019