সেতু
-কনিকা সরকার-


জীবন নামের এই বহতা নদী
ছুটে চলে অবিরত।
সেই ছুটে চলায়
বেজে উঠে প্রাণের নানা সুর,
তার বাঁকে বাঁকে আবার বিলীন হয়
কত না রং.............


বিষণ্নতা, বিরহ, বৈরিতা
অভিমান, যন্ত্রণা, দুঃখ
আর কষ্ট দিয়ে সৃজন করা
সেই জীবন নদীর উপর
এক সেতু, নাম কষ্টের সেতু।


সে সেতুটি পাড় হতে
বার বার শত যন্ত্রণার
শেকড়ে আটকে গিয়েছে পা,
নিস্তেজ হয়েছে তনু
মন হয়েছে উদাস, অভিমানী
না পাড়ার শূন্যতা
নিঃশেষ করে দিচ্ছে
ক্রমাগত যেন প্রাণ।


তবুও বাড়ায়নি কেউ পাণি
বলেনি “এই তো আছি পাশে,
তুমি নির্ভয়ে যাও সামনে হেটে”।


রচনাকাল-২৮/০৬/২০২১