স্বপ্নগুলো ঝড়ে গেল
ঝড়া ফুলের মতো
কল্পনাতে তাদের ছবি
আঁকতাম দিবা-রাত্রি কতো।


আজ তা লুটিয়ে পড়েছে
মৃত্তিকার পরে
আর তো গাঁথা হবে না মালা
স্বপ্নগুলো ঘিরে।


ঝড়া ফুল ঝড়েই যাবে
কেউ কুড়িয়ে গাঁথবে তার মালা
আমার স্বপ্ন ফুল লুটিয়েই রবে
হারিয়ে যাবে শুধু বেলা।


স্বপ্ন শুধুই
স্বপ্ন হয়েই রবে
তাকে ঘিরে যত ইচ্ছে
শুন্যতায় হারাবে।