সুখ যে বড় অচিন পাখি
দেখতে তাকে পাই না আখিঁ।
সে যে আশে পাশে বেড়ায় ঘুরে
ধরতে গেলে পালায় দূরে।


তারি আশায় প্রাণ কাঁদে
কত স্বপ্নে মনে আশা বাঁধে।
কল্পনাতে পায় যে কাছে
জাগরণে তারে খুঁজতে হারায় দিশে।


সুখ পাখি গায় গান কত নানা সুরে
মনে ইচ্ছে জাগে পেতে তারে।
সে যে সদায় খেলে লুকোচুরি
তার পিছনে শুধু মিথ্যে আশায় ঘুরি।


সে যে হলো আলেয়ার আলো
সারাটা জীবন বৃথা ছুটে তার পিছনে গেল।
তবুও সে ধরা নাহি দিল
আশায় আশায় ‍দিন যে শুধু ফুরালো।
10/09/2018