আজ থেকে পাঁচ বছর আগে
কোনো একদিন আমাদের বাড়ির পিছনে
দেখেছিলাম আমি তারে
ধলেশ্বরীর কালো স্নিগ্ধ পানির মতো ভেজা সন্ধ্যার বাতাসে
চুল উড়ায়ে
রূপসী হরিণীর মতো ক্লান্ত চোখে-এদিক ওদিক চেয়ে
খালের পাড়ের শেখ বাড়ির দিকে
হেটে যাচ্ছিল সে।।
মাঝ রাত্রে-কালো অন্ধকারে
গভীর ঘুমে আচ্ছন্ন কড়ইয়ের পাতার মতো তার ক্লান্ত চোখে
আর সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারার শুভ্র আলোর মতো তার বদন দেখে,
আমার মনের মাঠে সেইদিন
শান্তির এক পাল সাদা বক উড়েছিল-সেইদিন
আমি ঘুমিয়েছিলাম -ঠাণ্ডা বাতাসে
বহুদিন পর-শান্তির নীড়ে।।