আমার অবাক লাগে;
আমার খুব অবাক লাগে মাঝে মাঝে তারে
দেখে।।
কত আকাশ ছোঁয়া স্বপ্ন-
কত অযৌক্তিক কথা
আমি যে শুনি ধ্যানমগ্ন জ্ঞানী র মতো তার
মুখ নিঃসৃত শব্দ থেকে।


কত মজা করি ;
কত বেহুদা কথা বলি  আমি তারে --ঠাট্টা র ছলে!
সময়ের ধূলি ঝড়ে বর্তমান চলে যাবে অতীতের দেশে;স্মৃতিগুলো রয়ে যাবে চিরকাল ধরে।।


তার অবুঝ কর্মকাণ্ড দেখলে-
মাঝে মাঝে আমি তারে বলি--
তুই কেনো  এতো কমনসেন্সবিহীন;
কেনো এতো বোকা??
হেমন্তের সন্ধ্যায় বারান্দায় বসে আমি ভাবি--হয়তোবা
এই জন্যই আমার মতো জীবনের ট্রেনে ওঠা
টিকেট বিহীন এক গন্তব্যহীন যাত্রী র সাথে তার এতো সখ্যতা।।