তোমাকে ছেঁড়ে আর কোথাও যাব না তাই, অক্লেশ বলে
বেড়াচ্ছি নানা কথা । অকুণ্ঠ সত্য মিথ্যা । কেউ তা বুঝুক
না বুঝুক , অগোচর অতীন্দ্রিয় বোঝে ঠিকই ! মন ভাবে
মনে মনে , অধরা আজীবন সে , তবুও অসহিষ্ণ হৃদয়
কেন বলে বারে বারে প্রাঞ্জল মিথ্যে কথা ?
অনুরঞ্জিত কোন পথ নেই খোলা । অন্ততঃকাল তোমার কাছে
দিব্যি দিয়েছে যেন সূর্য তারা ! পা বাড়ালেই
পথ , পথের শেষে নদী জল । হাত বাড়ালেই বন , বনের ভেতর
গভীরতর বন , লতা গুল্ম ফুল ফলে ভরা!
পাখা মেললেই আকাশ, নীল নীল
মেঘ , ঘন কালো , রূপোলী ফিতে বয়ে যাওয়া তেপান্তর
এর মাঝেই তুমি , জনান্তিক কেবল তোমায় চাওয়া!
লোকে বলুক নানা কথা , বিম্বিত হোক তা নিস্ফল প্রবোধে
তবুও সতত অবরুদ্ধ আমি তোমারই সুবাস সকাশে !