উচ্ছল আকাশটা  যদি বলে ফেলে, উজ্জীবিত হও
ভেবে ভেবে আমার কথা , হও উত্তাল
কে আর ভাবে আকাশের কথা অকারণ
জল পেলেই বাদ্যবাজনা ?
তিনভাগ জলে ভরা পৃথীবিটা তবে কেন বারবেলা
বাসন্তী যাতনা সদাই ?
রাত্রি কালো । কালো আকাশের বিকীর্ণ অপরানহ
বেতালা বড় । বিচালি পড়ে রয় অবহেলে
আকাশ সাজে রঙ বাহারী তারার মেলায়
তবু মন জুড়ে সুবোধ অন্ধকার !
আকাশের গায়ে গায়ে মেঘেদের বাড়ী
উড়ে উড়ে ফেরে তারা এ বাড়ী সে বাড়ী
এ ঘর সে ঘর । এ হিয়ার কোন ঘর নেই
নেই বাড়ী । আকাশ কি ছুঁয়ে দেবে মেঘেদের ঘর !