পেড়িয়েছে সে অনেক জল , উদাসী ক্ষণ
বহু পথ । চেনা গলি অচেনা। সুষমা আর পণ!
মোড়ের অলস ছাতা চেনে তাঁকে বাদলে
ঈগলের বাঁধা ঠোঁট গৌরিক হিম ভূতলে !
পথে কেউ নেই অপেক্ষায় কিংবা
প্রতীক্ষায় দাঁড়িয়ে । ভোঁ ভোঁ রেলের গাড়ী বাড়তি
জল চায় ভরা দুপুরে !
যন্ত্রণা না দেখার
উড়ে যেত ঠিক ঠিক এক প্রশ্নের মোড়ে
এতদিন কোথায় ছিলেন ? বলে না কেউ ভুলে !
নাটোরের বনলতা সেন , কেবলি ভাবনা জুড়ে
ম্রিয়মাণ প্রজাপতি ধ্রুপদী নক্সা বুকে ঘুরে ফেরে !