সীমায় যেথায় অসীমের অনুক্ত বসবাস
সেথায় অগ্রাধিকার কিবা দিন আর কিবা রাত !
সময়ের অগণিত ঘড়ি তবু চলে ছুটে, পৌঁছে
দিতে কি অগ্রসার রথ অচেনার পথে ?
অখিল তরীটি যায় বয়ে অগম্য নদী জলে
ক্লান্ত অগ্রসর সুরহীন অন্তরায় স্রোতে
হৃদয় কেন কাঁদে ? সে কথা কি জানে
নদীর অপরাভূত মেয়ে ?
অসীম বাতাসের গায়ে অনায়াস সুর আর ছন্দ
দোলা ! অবসন্ন সবুজ পাতারা , মানে না বারণ ।
অবলুণ্ঠন ? অবশ্যম্ভাবী ঝড়ে পড়া অবশেষ ?
অধীর ফুল কাল গোনে প্রজাপতি সকাশে
অবন্তী বনে ! নিশ্চিত অবহেলা রাত দিন
তবুও অবরুদ্ধ যেন সে কল্পনা বিলাসে !


বালুচরে ঘর বাঁধা বাউল ছোট গেহখানি ।
হেথায় কি বৃথা খোঁজা শামুকের মুক্তোখানি ?