পূর্ণিমার জলে ঝাঁপ দেয় বালিকা , উথাল পাথাল
ঢেউ নেই জলে , স্রোত নেই থরে থরে
পা বাড়ালেই বালু আর রুক্ষ মাটি, তবুও বালিকা
চাঁদ খুঁজে ফেরে পূর্ণিমার প্রতি রাতে !
আলো ফেরী কোরে চলে ল্যাম্পপোস্ট যুবক , চুলে পাক
কোথাও জোছনা গুড়িসুড়ি , কোথাও সদাই অন্ধকার
দেখেও ভান করে না দেখার বড় !
রাত কাটাবার ফন্দি ফিকির মনে গুবরে পোকারা
বাঁজায় দোতারা
সুর ফাঁদে পড়ে কানামাছি আর জোনাই পুচ্ছ!
জল আর পাখীদের হানাহানি চলে আলো নিয়ে
রাতদিন । মানুষেরা দেয় যোগ সুগভীর আবেগ আর বিশ্বাসে
শুন্য ফলাফল ! তারে কাক দেহ বাতাসে উড়ে !
বালিকা অর্বাচীন বড় ,জানে সাঁতার
কেবলই পূর্ণিমার আলো খুঁজে ফেরে কাদা জলে !