কোনদিন তোমায় অম্লান দু চোখ ভরে দেখার সৌভাগ্য হয়নি
খবরের কাগজে নয় , নয় টি ভি পর্দায় , কিংবা ফেসবুকেও
নয় ! নয় কবিতা লেখার কোন পাতায় !
তবুও অরবিন্দ আমি তোমায় দেখি ! দেখি অর্গল মনে !
কেমন তুমি ? নিশ্চয় কোন অযোগ্য রাজনীতিক নেতার মতো নয়
পরনে দুধ সাদা পাজামা পাঞ্জাবি আর চৌকস মুখ জুড়ে
ভাতের ফ্যানের মতো মিথ্যে কথার ফুলঝুরি !
তুমি চালের আড়তদার নিশ্চয়ই নয় । যার অভ্যস্ত পুরোটা পকেট
জুড়ে হিসাবের কারচুপি ! নও পুলিশ , র‍্যাব নারায়নগঞ্জ বা
রানার প্লাজার কোন মালিক কিনবা পাশের দেশে পালিয়ে যাওয়া
দস্যু কিনবা হায়েনা রুপী কোন মানুষ !
তুমি সুবাসিত কোন বিদেশী আগন্তক নও কিনবা পরিযায়ী কোন নাবিক
তুমি সাদা , হলুদ , নীল বা সবুজ কোন দলের নও ! তুমি কাম্পাসে
কৃষ্ণচূড়ার সেই ঠায় দাঁড়িয়ে থাকা গাছটিও নও কিনবা এলেবেলে
নদ !
তুমি মধ্যবয়সী পথ নও , নও রুক্ষ ফসলের মাঠ কিংবা ধাতব
ইস্পাত কোন প্রজাপতি ! তুমি লুঠেরা জমির জবর দখলকারী প্রভু নও
কিনবা মানব পাচারের কোন ধব্জাধারী ! নও অল্প বিদ্যা চালক ট্র্যাকের
বা রিক্সার কিনবা অলুক্ষণে কোন ঊড়োজানের !
তবে তুমি কে ? যাকে দেখার জন্য মন অশ্রান্ত , অশ্রু আঁখি ।
বড় ভয় হয় । এসব অশ্রদ্ধা মানুষের আঙ্গিনায়  মিশে আচমকা আপ্লুত
আত্নঘাতী হও নিতো তুমি ?