১। আষাঢ়ের প্রথম কদম ফুল


এ কোউন পরিযায়ী মেঘের  সাথে ভালবাসা হৈল গো
সই , কোউন পরিযায়ী মেঘের  শাইথে প্রেম হৈল মোর ?
সে ঘোরে দিন বিহারে।  আকাশের সাথে চলে তাঁর পিরিতের
যত মাতলামি । যখন সে কৃষ্ণ কালো , আকাশও ঘোর কালো
যখন সে ধূসর ফিঙ্গে  বা সাদা পিঙ্গল ,  সে রুপ
আকাশেরও গো সই ! আকাশেরও !


আমার কপাল পোড়া গো সই , আকাশের সাথে পাল্লামি ?
তবু সে মোরেও ভালবাসে   , যখন তাঁর আমায়
ছুঁতে সাধ হয়,সে জল হোয়ে আসে গো  সই মিত্তিকায়, ঘাসে
ঘাসে ,  জল হোয়ে আসে ! আসে ব্রজ নিনাদ ,বাউল বাতাস
সাথে নিয়ে ! আমি জলেরে ডরাই না সই
ডরাই  বাকি সব ঝনঝনানি !  কেবল
জল হইয়া আসলে  কি ক্ষতি গো তাঁর ,  রাজার সাথে কেন গো
এতশত পাইক পেয়াদার কেচ্ছামি ?


শোন  গো সই ,  কাইল  সে  এসেছিল চুপি চুপি
বৃষ্টি হয়ে দিনমান ।  খেলেছিলো  আমায় নিয়ে জল খেলা
জলে জলে চোখে জল, সে জল মিলিয়ে গেল রুমোল
বাতাসে । নদীর জলে সিনান করেছিনু দুজন
দিনভর  চলেছিল জলকেলী কেলীজল খেলা ! খেলতে খেলতে
যখন যায় যায়  বেলা , সে আমায় উড়িয়ে নিয়ে গেল নীপবনে !
সেথায় সে মোর খোঁপায় পরিয়ে দিলে আষাঢ়ের প্রথম কদম ফুল !


২।মেঘ বৃষ্টির কাব্য


এক
চারদিকটা জুড়ে মেঘ  থম থম
রিম ঝিম ঝিম বৃষ্টি বৃষ্টি খেলা
আকাশের হাতে বন্দিনী যে মেয়েটি
তাঁর কাটে না দিন বেলা !
খেলছে আকাশ আজ  খেলুক খেলা
তাঁর কথা ভুলে টুলে আকাশের বুকে
মন ভাসানো স্বপ্নের ভেলা  !


দুই
বৃষ্টি বললো , যাবে সে আজ উত্তরে
একজনকে জানে  ,যার কেবলি মান  করে থাকা মনে মনে
জল এলেই সে এসে নির্ঘাত দাঁড়াবে উঠোনে উঠোনে
জলের তখন ফোটায় ফোটায় গড়িয়ে পড়া
মানিনীর  কৃষ্ণ কালো কুন্তলে কুন্তলে !


তিন
পথ জুড়ে কোমর কোমর জল জল
কাদা কাদা ঘোলা  জলে জলে
কলার ভেলায় নৌকো নৌকো ভাসা
এপার ওপার দুপারে কেবলি তাঁর  মিছে মিছি
যাওয়া আসা !
নৌকো ভাবে , জলের বুকের মেয়ে কি সে ?
তাই জল ছুঁয়ে ছুঁয়ে তাঁর ছোঁয়া  খোঁজা!


চার
কালো ছাতার মাথায় টিপ টিপ টিপ টিপ
বৃষ্টি ফোঁটা ফোঁটা, ছাতাটি আজ সত্যিই যেন গোপন ত্রাণকর্তা
মানুষটি আজ জলের কাছে ধরা , যেন বেঁচে থেকেও
মরা !আছে  অফিস যাবার তাড়া
নেই বাস , পকেটে কম ট্যাক্সি ভাড়া !
পৃথিবী ভাসুক আজ ভাসুক জল জল ভারে
কবি কবি বউটি তার গানে গানে সুর তোলে !


পাঁচ
রাজকন্যের কোল ভারী , ফুল ফুল ফুল
সারা বাড়ি ! দেশ জুড়ে হাসি রাশি বাঁশি
বাজার জুড়ে নীল লাল গোলাপির মাতামাতি !
সখিনা যায় বাপের বাড়ি , কাদায় কাদায়
পথ ভারী ! রায় হয়েছে , ছেলে হলে তবেই ফেরা বাড়ি
মেয়ে হলে বনবাস  চিরকাল আড়ি !
গরুর গাড়ির সখিনা আর আকাশ বুকের জল
গলে গলে এক হোল তাই , পৃথ্বী জুড়ে ঢল !


সুপ্রিয় এডমিন - বরষার আয়োজন এর প্রকাশের নিমিত্তে এবং তার প্রারম্ভিক  মুল্যায়নের জন্য এখানে  পূর্ব প্রকাশিত ২টি কবিতা পাঠালাম। ধন্যবাদ !